আপনজন ডেস্ক: করোনা পরিস্থিতিতে রাজ্যে মুসলিমদের ধর্মীয় বা দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলির প্রতি বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করল রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার (মাদ্রাসা সমন্বয় সমিতি)। এই সংগঠনের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নির্দেশক্রমে সাধারণ সম্পাদক মুফতি আবদুস সালাম ও মুফতি ফখরুদ্দীন নির্দেশিকা সম্বলিত বিজ্ঞপ্তি জারি করেছেন মাদ্রাসাগুলির উদ্দেশ্যে। সর্বভারতীয় রাবেতা বোর্ড, দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে প্রেরিত নির্দেশাবলির ভিত্তিতে বেসরকারি দরসে নিজামী মাদ্রাসা, সেক্রেটারি, হেড মাওলানা ও অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণের প্রতি নির্দেশ বলে জানানো হয়েছে।
যদিও মাদ্রাসায় পঠনপাঠন ও মাদ্রাসা শুরুর ব্যাপারে সাফ বলে দেওয়া হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে রাজ্য সরকারের নির্দেশিকা ও বিধি-নিষেধ কঠোরভাবে মেনে চলতে হবে। রাজ্য সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে অনুমতি দেওয়ার পরও কী কী সচেতনতা অবিলম্বে করতে হবে সে ব্যাপারে বিশেষ গাইডলাইন দেওয়া হয়েছে রাজ্যে রাবেতা বোর্ডের তরফে।
সরকারি নির্দেশ মেনে মাদ্রাসা চালু হলেও করোনা সচেতনতায় মাদ্রাসার পক্ষ থেকে ফোরহেড থার্মাল গান কিনে ছাত্র-শিক্ষক সবার (এমনকি মাদ্রাসায় আগত অভিভাবকদেরও) নিয়মিত ফিভার টেস্ট (জ্বর পরীক্ষা) করার কথা বলা হয়েছে। মাস্ক সহ অন্যান্য কী কী সতর্কতা অবলম্বন করতে হবে তা নিয়ে ১৪ দফা নির্দেশিকা দেওয়া হয়েছে বাঁকড়ার জমিয়তে উলামা ভবনে অবস্থিতি রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার সদর দফতরের পক্ষ থেকে।
রাজ্যের মাদ্রাসাগুলির প্রতি রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার সম্পূর্ণ নির্দেশিকা
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct