আপনজন ডেস্ক: গত ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'কর্ম সাথী প্রকল্প' নিয়ে এক বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যুবকদের স্বনির্ভর করে তুলতে বেকার যুবকদের ঋণ দেওয়া হবে। এ ব্যাপারে ‘বাংলার গর্ব মমতা’ ট্যুইটার পেজে বলেছিলেন, ‘আন্তর্জাতিক যুব দিবসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন ঘোষণা - যুব সম্প্রদায়ের জন্য - 'কর্ম সাথী প্রকল্প' - এই প্রকল্পের মাধ্যমে এক লক্ষ যুবক সফট্ লোন এবং অন্যান্য সুবিধা পাবেন।একদিকে দেশের বেকারত্ব যখন সর্বোচ্চ ২৪% তখন এই রাজ্যেই বেকারত্বের হার কমেছে ৪০%।’ সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই প্রকল্পের জন্য নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল বৃহস্পতিবার।
আন্তর্জাতিক যুব দিবসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন ঘোষণা - যুব সম্প্রদায়ের জন্য - 'কর্ম সাথী প্রকল্প' - এই প্রকল্পের মাধ্যমে এক লক্ষ যুবক সফট্ লোন এবং অন্যান্য সুবিধা পাবেন।একদিকে দেশের বেকারত্ব যখন সর্বোচ্চ ২৪% তখন এই রাজ্যেই বেকারত্বের হার কমেছে ৪০%।#InternationalYouthDay pic.twitter.com/PNxyke4IzO — Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) August 12, 2020
জানা গেছে, 'কর্ম সাথী প্রকল্প'-এর আওতায় রাজ্যের প্রায় ১ লক্ষ বেকার যুবককে ২ লক্ষ টাকা করে সহজ কিস্তিতে ঋণ দেওয়া হবে। যাদের কর্মসংস্থান কেন্দ্রে নাম নথিভুক্ত আছে তারা অগ্রাধিকার পাবেন। জেলাভিত্তিক আবেদন জমা পড়ার পর তা খতিয়ে দেখে নির্ধারণ করা হবে কারা কারা এই প্রকল্পের আওতায় ঋণ পাবেন। মূলত ব্যবসা স্থাপনের মাধ্যমে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে রাজ্য সরকার এই 'কর্ম সাথী প্রকল্প' চালু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct