আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গ সার্ভিস কমিশন আয়োজিত ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ)-২০২০ প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ বুধবার। এই তালিকায় স্থান পেয়েছেন ৪৬৯০ জন। এই উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ)-২০২০ মেইন পরীক্ষায় বসার সুযোগ পাবেন। তবে এবারে উত্তীর্ণদের সংখ্যা গতবারের পরীক্ষার থেকে প্রায় এক চতুর্থাংশ কম হওয়ায় অসফলদের মনে হতাশা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ আসছে।
উল্লেখ্য, ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ)-২০১৯ প্রিলিমিনারি সালের পরীক্ষার ফলে দেখা গিয়েছিল ১৫৯৯৭ জন উত্তীর্ণ হয়েছিলেন। সেই তুলনায় এবারের উত্তীর্ণদের হার অনেক কমে যাওয়ায় স্বভাবতই পরীক্ষার্থীরা হতাশ হচ্ছেন। এবারের ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এই সংখ্যা কমে যাওয়ার মূলে রয়েছে কাট অফ মার্কস। এবারের কাট অফ মার্কস অতীতের প্রায় সব পরীক্ষার রেকর্ড ভেঙে দিয়েছে বলা যেতে পারে। কারণ, এবারে সর্বনিম্ন কাট মার্কস হয়েছে সাধারণ ক্যাটেগরিতে ১২৭। অথচ, গত কয়েক বছরের ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ)প্রিলিমিনারি ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এই কাট অফ মার্কস সত্যিই খুবই বেশি।
আর তা ছাড়া গত কয়েক বছর ধরে যে সংখ্যক পরীক্ষার্থী ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ) প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই তুলনায় সত্যিই এবছরে সফলদের সংখ্যা খুবই নগণ্য। এ ব্যাপারে উল্লেখ্য, ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ)-২০১৬ প্রিলিমিনারি পরীক্ষায় সফল হয়েছিলেন ৫৮৬৩জন, ২০১৭-তে ৭৯২২জন, ২০১৮-তে ১১০৩৬জন এবং ২০১৯-এ ১৫৯৯৭জন। দিনে দিনে সফলদের তালিকা বৃদ্ধি পেলেও ২০২০তে এসে তা অনেক নীচে নেমে গেছে। অনেকে বলছেন, শূন্য পদের নিরিখে এই পরীক্ষাগুলো হয়ে থাকে। হঠাৎ করে এত সংখ্যক শূন্যপদ কি তাহলে কমে গেল, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
এছাড়া, কাট অফ মার্কস নিয়েও অনেকে অবাক হয়েছেন। ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ)-২০১৯ প্রিলিমিনারি পরীক্ষায় কাট অফ মার্কস ছিল ১০৫.১৩ সাধারণ ক্যাটেগরিতে। তা এক লাফে ১২৭-এ চলে যাওয়ায় বিস্ময় সৃষ্টি হয়েছে। আর এবারে এসসি পরীক্ষার্থীদের কাট অফ মার্কস গতবারের সাধারণ ক্যাটেগরির কাট অফ মার্কসকে ছাড়িয়ে গেছে। আর এসসি-র কাট অফ গতবারে ছিল ৯৬.১৮, এবারে এসসি পরীক্ষার্থীদের কাট অফ মার্কস হয়েছে ১১৩.৬। এবছর ওবিসি-এ কাট অফ মার্কস হয়েছে ১১৯। যদিও গতবারে ওবিসি-এর কাট অফ মার্কস ছিল ১০১.০৫।
নীচে ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ)-২০২০ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের সম্পূর্ণ তালিকা
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct