আপনজন ডেস্ক: লাদাখ সীমান্তে ভারত-চীন সেনার মধ্যে সংঘাত শুরু হওয়ার পর অজস্র চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত। যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হল টিকটক। আর এতে ভারতের টিকটক প্রেমীরা স্বভাবতই হতাশ। টিকটক ব্যান করার পরে, বেশ কয়েকটি তথ্য প্রযুক্তি সংস্থা এর বিকল্প বাজারে আনতে চেয়েছিল। তবে খুব একটা সাফল্য এখনও পায়নি। সেই ঘাটতি পূরণ করতে বাজারে এল ইউটিউবের শর্টস। জানা যাচ্ছে, ১৫ সেকেন্ডের সময়ের মেয়াদে এখানে বানানো যাবে নিজেদের ভিডিও। এই প্ল্যাটফর্মের নিজস্ব ভিউয়ারশিপ রয়েছে। বেশ জনপ্রিয় এই অ্যাপ। এই অ্যাপের কর্মকর্তারা মনে করছে, শীঘ্রই জনপ্রিয় হবে শর্টসও। ভারতে এটি লঞ্চ করল ইউটিউব। দীর্ঘ প্রতীক্ষার পর শর্টসকে বাজারে আনল ইউটিউব। ১৫ সেকেন্ড বা তার কম সময়ে বানানো যাবে ভিডিও। এটা ভারতীয় গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। এখানে একটি ভিডিও বানানো যাবে, অথবা একাধিক ছোট ছোট ভিডিও করে তা জুড়ে দেওয়া যাবে। বেশ কিছু ক্রিয়েটার টুলস রাখা হয়েছে শর্টসে।এছাড়াও ভিডিও গতি নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা, যোগ করতে পারবেন পছন্দমত গান। ইউটিউব লাইব্রেরি থেকেই এই গানগুলি পাওয়া যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct