আপনজন ডেস্ক: এবার আগ্রার মুঘল মিউজিয়ামের নাম বদলে দিল যোগী সরকার। এবার থেকে ওই মিউজিয়ামের নাম হবে ‘ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম'। খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী এই সিদ্ধান্ত নিয়েছেন।
আগ্রা ডিভিশনের উন্নয়নমূলক কাজকর্ম খতিয়ে দেখতে গিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি প্রশ্ন তোলেন ‘মুঘলরা কিভাবে ভারতীয়দের নায়ক হতে পারে? মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্মাণাধীন মুঘল মিউজিয়ামের নাম সরকারি ভাবে ছত্রপতি শিবাজী মহারাজের নামে ঘোষণা করেছেন। তিনি পরিস্কার জানিয়ে দেন, তার সরকার সবসময় জাতীয়বাদী মতাদর্শকে তুলে ধরার চেষ্টা করেছে এবং যা কিছু আমাদের মানসিকতাকে আঘাত দিতে পারে তা দূর হবে। যে সব জিনিসপত্র দেশের গৌরব সেগুলিকে তুলে ধরা উচিত। এসময় তিনি প্রশ্ন তোলেন ‘মুঘলরা কিভাবে ভারতীয়দের নায়ক হতে পারে? শিবাজী মহারাজের নাম-ই আমাদের জাতীয়বাদ ও আত্মসম্মানের অনুভূতি জাগিয়ে তুলবে।' ২০১৬ সালে উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সময় তাজ মহলের কাছে শিল্পগ্রামে এই মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর হয়। তাজ মহলের পূর্বদিকের গেটের কাছেই ৬ একর জমির ওপর গড়ে উঠছে এই মিউজিয়াম। মুঘল সাম্রাজ্যে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, তাদের সংস্কৃতি, পোশাক সহ সবকিছুর প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়াতেই এই মিউজিয়াম নির্মাণের ভাবনাচিন্তা নেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct