তুরস্কে মার্কিন যাজক অ্যান্ড্রু ব্রুনসেনকে গুপ্তচরবৃত্তি ও জঙ্গি কার্যকলাপে ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাতে মুক্তি না দেওয়ায় আমেরিকা আর্থিক অবরোধ চাপিয়েছে তুরস্কের উপর। গত শুক্রবার আমেরিকা তুরস্ক থেকে আসা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুন করে দেয়। এর ফলে ডলারের তুলনায় ২০ ভাগ দর কমে যায় তুর্কি মুদ্রা লিরার।
আমেরিকার এই ভূমিকায় প্রবল ক্ষুব্ধ হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট প্রতিক্রিয়ায় বলেছেন, তুরস্ক ন্যাটো জোটের সদস্য হলেও আমেরিকা তাদেরকে পিছন থেকে ছুরি মেরেছে। রাজধানী আঙ্কারায় সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন এরদোগান।
সেইসঙ্গে বলেছেন, তুরস্ক আমেরিকার কোন চাপের কাছে মাথানত করবে না।
এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধে মুদ্রার নজিরবিহীন দরপতনে বিপর্যস্ত অবস্থা থেকে কিছুটা ঘুরে দাড়াচ্ছে তুরস্কের অর্থনীতি। তুর্কি মুদ্রা লিরার আন্তর্জাতিক বাজারদর কিছুটা বেড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct