আপনজন ডেস্ক :ইরান-আমেরিকার বাকযুদ্ধ ক্রমাগত বেড়েই চলেছে। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের যে কোনও আক্রমণের চেয়ে হাজার গুণ বেশি প্রত্যুত্তর দেবে আমেরিকা। একটি সাক্ষাৎকার দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট এমন হুঁশিয়ারি দেন। তাঁর দাবি ছিল জানুয়ারিতে ইরানের বিপ্লবী গার্ডসের প্রধান কমান্ডার জেনারেল কাশেম সুলেইমানির হত্যাকাণ্ডের বদলা নিতেই এক মার্কিন কূটনীতিকে হত্যার ছক কোষে ছিল।
রবিবার মার্কিন ওয়েবসাইট ‘পলিটিকো’ তাদের রিপোর্টে দাবি করে, যে ইরান দক্ষিণ আফ্রিকার বসবাসকারী মার্কিন রাষ্ট্রদূত লানা মার্কসকে হত্যার পরিকল্পনা করে ছিল। গোয়েন্দা রিপোর্ট থেকে ইরানের এমন ছকের কথা জানতে পারা গিয়েছে।
তবে তেহরান এই অভিযোগকে নভেম্বর মাসে মার্কিন নির্বাচনের আগে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে পাল্টা-গোয়েন্দা অভিযানের একটি অংশ হিসাবে দেখছে। তাদের ওপর ওঠা এমন অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে ইরান।
মার্কিন গোয়েন্দা জনগোষ্ঠী হিল ও মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালন সংস্থা সহ সিআইএ বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি। গোয়েন্দা সংস্থাগুলি কয়েক মাস ধরেই হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করছিল। তবে ট্রাম্প গত মাসে নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়ে বলেন, যে নভেম্বরে তিনি আবারও রাষ্ট্রপতি নির্বাচিত হলে চার সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চুক্তিতে করবেন। তবে ট্রাম্পের এমন প্রতিশ্রুতিতে ইরান চুক্তিতে ফেরা অসম্ভব বলে জানিয়ে দেয়। তবে কূটনীতিক হত্যা ষড়যন্ত্র বিষয়ে দক্ষিণ আফ্রিকার বিদেশ মন্ত্রকের একজন মুখপাত্র বলেছেন, যে এই ষড়যন্ত্র তাদের কাছে অজানা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct