আপনজন ডেস্ক: এবার জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে দলীয় ভোটে জয়ী হলেন, চাষী পরিবারের ছেলে ইউশিহিদে সুগা। জাপানের মন্ত্রিপরিষদের মুখ্যসচিব ৭১ বছরের ইউশিহিদে সুগা ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান নির্বাচিত হয়েছেন। সোমবার ক্ষমতাসীন দলটির নেতৃত্ব নির্বাচনের ভোটে তিনি নিরঙ্কুশ জয় পেয়েছেন।
শারীরিক অসুস্থতার কারণে দেশের শাসন ব্যবস্থার ওপর ঠিক ভাবে নজর দিতে পারছিলেন না শিনজো আবে। তাই জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে কিছুদিন আগেই তিনি অব্যহতি নেন। জানাগিয়েছে, ইউশিহিদে ও আবে উভয় ঘনিষ্ঠ মিত্র। তিনি আবের নীতি অনুযায়ী, দেশ পরিচালনার কাজ করতে চান।প্রবীণ রাজনীতিবিদ সুগা এক স্ট্রবেরিচাষির সন্তান।
এলডিপির সভাপতি নির্বাচনে জাপানের স্থানীয় সময় সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় এমপিদের ৩৯৪ ভোট আর ৪৭টি প্রদেশের তৃণমূলস্তরের নেতাদের ১৪১ ভোটগ্রহণের কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত একটি ভোট কম পড়ে। ভোটের ফল বিকাল সাড়ে ৩টায় প্রকাশ করা হয়।
ফলাফল অনুযায়ী, ৫৩৪ ভোটের মধ্যে সুগা পেয়েছেন ৩৭৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রাক্তণ বিদেশমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি পেয়েছেন ৮৯ ভোট। অপর আরেক প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা। তিনি ৬৮ ভোট পান।
নিয়মানুযায়ী, ক্ষমতাসীন দলের নির্বাচিত সভাপতিই প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। আগামী বুধবার পার্লামেন্টে আরেকটি ভোটে জাপানের প্রধানমন্ত্রী বেছে নেওয়া হবে।পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় নিশ্চিতভাবে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন সুগা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct