আপনজন ডেস্ক: আমাদের সবার জীবনে প্রেম আসে না। অনেকের আবার একাধিক বারও প্রেমের প্রস্তাব এসে থাকে। তাই বলে কি আর সবাইকে মনে জায়গা দেওয়া সম্ভব? তাছাড়া প্রেমে পড়লেও ভুল সম্পর্কের চক্রব্যূহ থেকে বেরিয়ে আসাটা ভীষণ কঠিন। দেখা যায় এই ভুল সম্পর্ক থেকে বের হয়ে আসার পরিণাম অনেক ক্ষেত্রে মারাত্মক হয়ে দাঁড়ায়। আপনার এমন সিদ্ধান্ত বিপরীতের মানুষটার মনে চরম আঘাত হানতে পারে। তাই প্রেম প্রত্যাখ্যান করার ক্ষেত্রে সঠিক শব্দের চয়ন খুবই গুরুত্বপূর্ণ। এবার জেনে নেওয়া যাক কীভাবে প্রেম প্রত্যাখ্যান করবেন?প্রথমেই সামনের মানুষটির প্রশংসা করুন। তাকে আগে জানান তিনি কতটা ভালো মানুষ। আর আপনি তাকে কতটা সম্মান করেন। সেই সম্মান দিয়েই বলুন আপনি আর প্রেমের সম্পর্কে থাকতে চান না। সত্যের কোনো বিকল্প নেই। আর তা সহজে বলার উপায় সরাসরি বলে দেওয়া। তাই কারণটিও সোজাসুজিই বলে দিন। যদি অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে থাকেন। তাও বলে দিন। স্পর্শকাতর ক্ষেত্রে আগে বিপরীতের মানুষটিকে বেশ কিছুক্ষণ আলিঙ্গন করুন। তাকে বোঝান আপনি বুঝতে পারছেন তার ব্যথা। কিন্তু তা সত্ত্বেও আপনাদের দুজনের পথ আলাদা। তাই আপনাকে ভিন্ন পথেই এগোতে হবে। কখনো মিথ্যে আশ্বাস দেবেন না। মানে আপাতত বিষয়টি এখানেই থাক। পরে যদি মনে হয় তাহলে দেখা যাবে। এমন আশ্বাস প্রেম প্রত্যাখ্যান করার ক্ষেত্রে একেবারেই দেওয়া উচিত নয়। কারণ তাতে উলটো দিকের মানুষটার মনে একটা আশার বীজ রোপণ করে দেওয়া হয়। যা পরবর্তী কালে আরো খারাপে পরিণত হতে পারে। বিচ্ছেদের কথা জানানোর পর সদ্য প্রাক্তন হওয়া প্রেমিকের কোনো ছোট্ট আবদারও রাখবেন না। এতে তার মনে মিটমাট হয়ে যাওয়ার আশা থেকে যায়। শেষ মানে শেষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct