আপনজন ডেস্ক :অর্থসংকটে জাতিসংঘ। করোনা মতো বৈশ্বিক স্বাস্থ্য সংকটকালেও সংস্থাটি সেপ্টেম্বরের শুরুতে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রাণদায়ী জরুরি স্বাস্থ্যসেবা কর্মসূচির ৭০ শতাংশই বন্ধ করে দিয়েছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ইয়েমেন শাখার পক্ষ থেকে জানানো হয়েছে এই বিষয়টি। এ ব্যাপারে ইউএনএফপিএ লিখেছে, ‘তহবিলের সংকটের কারণে সেপ্টেম্বর পর্যন্ত ইয়েমেনে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রাণদায়ী ৭০ শতাংশ জরুরি স্বাস্থ্যসেবা কর্মসূচি বাতিল করা হয়েছে। ফেব্রুয়ারিতে ইয়েমেন সংকট নিয়ে এক ইভেন্টে জাতিসংঘ ও মানবিক অংশীদারদের দুই কোটিরও বেশি ইয়েমেনির জরুরি প্রয়োজন মেটাতে ২৬০ কোটি ডলারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আজ অবধি, এই এর অর্ধেকেরও কম হাতে পেয়েছি আমরা। ইয়েমেনে জাতিসংঘের ৩৪টি প্রধান মানবিক কর্মসূচির মধ্যে তিনটিই পুরো বছরের জন্য অর্থায়ন করে। বেশ কয়েকটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে বন্ধ হয়ে গেছে। এ ছাড়া দরিদ্র ও ক্ষুধার্ত পরিবারগুলোকে সাহায্যের জন্য অনেক বড় আকারের প্রকল্পগুলোও শুরু করা যাচ্ছে না।' তহবিল না পেলে আগামী দুই মাসের মধ্যে আরও ২২টি প্রাণদায়ী কর্মসূচি বন্ধ হয়ে যাবে বলেও তখন জানায় সংস্থাটি। ইয়েমেনে জাতিসংঘের মানবাধিকার সমন্বয়ক লিসা গ্রান্ডে বলেন, ‘যে তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পাওয়া জন্য আমরা মরিয়া। কেননা অর্থ বরাদ্দ যদি না আসে তাহলে মানুষগুলো মারা যাবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct