আপনজন ডেস্ক : ভালোভাবে রান্না করা খাবার খাওয়া এবং যৌনতা সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া আনন্দ বা ঐশ্বরিক আনন্দ হিসেবে বর্ণনা করেছেন পোপ ফ্রান্সিস। এ বিষয়ে তিনি আরও বলেছেন, 'আনন্দ সরাসরি সৃষ্টিকর্তার কাছ থেকে আসে। এটি না ক্যাথলিক, না খ্রিস্টান কিংবা অন্য কিছু নয়, এটা শুধু ঐশ্বরিক বিষয়। ' নতুন একটি বইয়ে তার সাক্ষাৎকার প্রকাশ হয়েছে, সেখানেই এসব তথ্য উঠে এসেছে। সেখানে পোপ ফ্রান্সিসকে উদ্ধৃত করে বলা হয়, 'খাবারে এবং যৌনতায় যে আনন্দ, তা সরাসরি সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।' পোপ ফ্রান্সিস গির্জার কিছু নেতাদের সমালোচনা করেছেন, 'যারা আগে মনে করতেন, যৌনতা ও খাবার উপভোগ করা পাপের কাজ। এতে করে খ্রিস্টানদের সম্পর্কে ভুল বার্তা গিয়েছে।গির্জা সবসময় অমানবিক, বর্বর, অশ্লীল আনন্দের নিন্দা করে। অন্যদিকে মানবিকতা, সরলতা, নৈতিকতা ও আনন্দকে মেনে নেয়। পোপের বক্তব্য, ' খাবারের আনন্দ শরীর ভালো রাখতে সহায়তা করে। তেমনই যৌন আনন্দ ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে সহায়তা করে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct