আপনজন ডেস্ক: করোনা আবহের মধ্যে চিকিৎসা সমস্যায় পড়ছেন বহু মানুষ্ বিশেষ করে গ্রামের মানুষরা চিকিৎসা পরিষেবা পেতে মুশকিলে পড়চেন্ কারন, যে জেলা হাসপাতাল বা বড় হাসপাতালগুলিতে করোনা রোগীদের প্রাধান্য থাকায় মানুষ সাধারণ চিকিৎসার জন্য অনেকে যেতে চাইছেন না।
চোখের রোগ কিংবা ছোটখাট কারণে কেউ চিকিৎসা করাতে গেলে হাসপাতালে না যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এবার মানুষের পাশে এসে দাঁড়াল হুগলির নবাবপুরের সমাজসেবী সংগঠন মোজাদ্দেদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশন। মূলত ফুরফুরা দরবার শরীফের সমাজসেবা সংস্থার সঙ্গে এই সংগঠনের তরফে চণ্ডীতলা থানা এলাকার নবাবপুর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত দুধকল্মী মদিনা মাকের্ট কমপ্লেক্সে দুস্থদের বিনামূল্যে মশারি ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
গ্রামের মধ্যে হওয়া অনুষ্ঠানে এই স্বাস্থ্য সেবা পেয়ে স্থানীয়রা আপ্লুত্। অনেকে এই পরিষেবা পেয়ে উদ্যোক্তাদের ধন্যবাদ জানানোর সঙ্গে সঙ্গে অন্যান্য স্বাস্থ্য পরিষেবার সুযোগও যাতে গ্রামে বসে পাওয়া যায় তার আবেদন করেন।
এদিনে এই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন, পিরজাদা সৈয়দ মুহাম্মদ জিয়াউদ্দিন হুসাইন, ফাউন্ডেশনের কর্ণধার পিরজাদা সাফেরি সিদ্দিকী, পিরজাদা ইমামউদ্দিন হুসাইন, চণ্ডীতলা ব্লক-১ এর কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন, নবাবপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গির মল্লিক, আনিসুর লস্কর প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct