আপনজন ডেস্ক :মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনা ফের ঘটেছে সুইডেনে। মুসলিম অধ্যুষিত এলাকায় ডেনমার্কের এক ডানপন্থী দল কোরআন পুড়িয়ে দিয়েছে। জানা গিয়েছে, অবৈধভাবে করা এক বিক্ষোভের মধ্যে ডেনমার্কের স্ট্রাম কুর্স দলের সদস্যরা স্টকহোমের রিঙ্কবিতে কোরআনের পুড়িয়ে দেয়। স্ট্রাম কুর্স দলের লিডার কোরআন পোড়ানোর ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, এক ব্যক্তি কোরআন পুড়িয়ে দিচ্ছে। খবরে বলা হয়েছে, দলটি কোরআন পোড়ানোর আগে পুলিশের কাছে অনুমতি চায়, তবে পুলিশ তা বাতিল করে দেয়। এরপরও পুলিশি নির্দেশ অমান্য করে দলটি এই ঘটনা ঘটিয়েছে। এনিয়ে স্ট্রাম কুর্স দলের কট্টরপন্থী নেতা রাসমুস পলদান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'অনেক ক্রিমিনাল বলেছেন আমরা কোরআন কখনো পুড়তে পারবো না। কিন্তু আমরা তা করেছি। আমরাও পারি কোরআন পোড়াতে। ইসলাম একটি বাজে এবং প্রাচীন ধর্ম যার ডেনমার্ক, সুইডেন বা অন্য কোন সভ্য সমাজে স্থান নেই।' যদিও এই সংগঠনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হলেও, এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি স্থানীয় পুলিশ।এর আগে গত মাসে কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনে দক্ষিণ প্রান্তে অবস্থিত মালমো চরম শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct