আপনজন ডেস্ক: রবিবার মোটামুটি নির্বিঘ্নেই শেষ হল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট। করোনা আবহের মধ্যেও প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী এবছর নিট পরীক্ষায় বসেছিল।
তবে এবার কম্পিউটার মাধ্যমে নিট পরীক্ষা হয়নি।ওএমআর শিটের উপর উত্তর লিখতে হয়েছে।
এদিন যানবাহন সমস্যা থাকলেও শনিবার লকডাউন উঠে যাওয়ায় দূরবর্তী পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে কিছুটা সুবিধা হয়েছে। কিন্তু অনেক পরীক্ষার্থীকে সারারাত গাড়িতে চড়ে সকালে পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছেন। ফলে অনেককেই ক্লান্ত অবস্থায় পরীক্ষা দিতে হয়েছে।
অন্যদিকে পরীক্ষার্থীরা বাড়ি পৌঁছনোর প্রায় আগেই বহু প্রখ্যাত প্রশিক্ষণ কেন্দ্র 'অ্যানসার কি' তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। ইতিমধ্যে আকাশ ইনস্টিটিউট তাদের ওয়েবসাইটে পরীক্ষার্থীর নাম, ইমেইল, মোবাইল নং দিয়ে সাবমিট করলেই নিট-এর 'অ্যানসার কি' ডাউনলোড করতে পারছে।
তবে আকাশ গোষ্ঠী বুকলেট গ্রূপ অনুযায়ী 'অ্যানসার কি' দিয়েছে। পরীক্ষার্থীদের পাওয়া সেই 'অ্যানসার কি' নীচে দেওয়া হল।
নিট-২০০০: 'অ্যানসার কি' ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
(সৌজন্যে আকাশ ইনস্টিটিউট)
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct