আপনজন ডেস্ক: এবছর করোনা আবহের মধ্যে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে ডাক্তারি পড়ার সর্ব ভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট।
এদিন পরীক্ষার সেন্টার নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে চরম দুশ্চিন্তা সৃষ্টি হয়। কারণ এবার মালদা জেলার ছেলেদের অনেকের সেন্টার পড়েছে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর গলসী। তারা স্বভাবতই দূরবর্তী এলাকায় সমস্যায় পড়ে থাকা নিয়ে। আগের গিয়ে না থাকলে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো সম্ভব নয়। তাই তারা দুর্গাপুর শহরে গিয়ে আতান্তরে পড়েছেন।
তাদের পাশে এসে দাঁড়িয়েছে দুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি। এই স্বেচ্ছাসেবী সংস্থা জাতি ধর্ম নির্বিশেষে নিট পরীক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের জন্য নিজস্ব হল কমিউনিটি হল উন্মুক্ত করে দিয়েছে। মালদা, কালিয়াচক, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমানের কাটোয়া এই সমস্থ এলাকার ১৬জন ছাত্র ছাত্রী অভিভাবক সহ এসে উপস্থিত দুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি সিটি সেন্টারে। আপ্যায়নের ত্রুটিহীনতা জন্য সদা নিয়োজিত আছেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার দায়িত্ব প্রাপ্ত সদস্যরা। সংকট কাটিয়ে দুর্গাপুর শহরের প্রান কেন্দ্রে থাকার সুযোগ পেয়ে ছাত্র ছাত্রীর অভিবাবকরা আপ্লুত। সমস্ত নিট পরীক্ষার্থীর সাফল্য কামনা করে এমপাওয়ারমেন্ট হাউসের প্রার্থনা সভা কক্ষে সমবেত ভাবে ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করা হয় এবং তাদেরকে এমপাওয়ারমেন্ট হাউসের একাডেমি হলে গোলাপ দিয়ে সংবর্ধনা জানানো হয়। এই সুশীল মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু চিকিৎসক ডা. এ রহমান, বিশিষ্ট শিক্ষাবন্ধু মুন্সী আমিরুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী সিরাজুল ইসলাম সাহেব এবং বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী আয়ূব আনসারী সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। এই করোনার আবহে সরকারি সামাজিক বিধিনিষেধ মেনে এই অনাবিল আনন্দ মুখর পরিবেশের নিট পরীক্ষার্থীদের উৎসাহ দেওয়া হয়, তারা যাতে এই পরীক্ষায় সফল হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct