আপনজন ডেস্ক: দিল্লি দাঙ্গায় ষড়যন্ত্রকারীদের তালিকায় চলে এলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সমাজকর্মী যোগেন্দ্র যাদব সহ আরো অনেক বিশিষ্টদের নাম। দিল্লি পুলিশ দিল্লি দাঙ্গা নিয়ে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে তাতে দাঙ্গার চক্রান্তকারী হিসেবে এইসব বিশিষ্টজনদের নাম উল্লেখ করেছে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর পূর্ব দিল্লিতে যে ভয়াবহ দাঙ্গা বিয়ে তাতে ৫৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫৮১ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৯৭ জন গুলিবিদ্ধ হয়েছে। সেই দাঙ্গার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে গিয়ে সীতারাম ইয়েচুরিদের নাম উল্লেখ করেছে দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশ যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে সে বিষয়ে সংবাদ সংস্থা পিটিআই বলেছে, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রচারকেই দাঙ্গার ষড়যন্ত্র হিসেবে দেখেছে দিল্লি পুলিশ। পুলিশ বলছে কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে নাগরিকত্ব সংশোধনী আইনকে মুসলিম বিরোধী বলে প্রচার করেছেন সীতারাম ইয়েচুরিরা। শুধু তাই নয় সিএএ আন্দোলনকারীদের চরম জায়গায় নিয়ে যেতে উদ্বুদ্ধ করেছেন।
তাই দিল্লি পুলিশ সিএএ বিরোধী আন্দোলনকে ঘিরে হওয়া দিল্লি দাঙ্গার পিছনে সীতারাম ইয়েচুরিদের হাত দেখছে। তবে দিল্লি পুলিশ সীতারাম ইয়েচুরি ছাড়াও যাদের নাম দিল্লি দাঙ্গার চক্রান্তকারী হিসেবে চার্জশিট উল্লেখ করেছে তারা হলেন, স্বরাজ অভিযান নেতা ও সমাজকর্মী যোগেন্দ্র যাদব, বিশিষ্ট অর্থনীতিবিদ জয়তী ঘোষ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমাজকর্মী অপূর্বানন্দ, তথ্যচিত্র নির্মাতা রাহুল রায় প্রমুখ।
তবে এই প্রথম বিশিষ্টজনদেরকে দাঙ্গায় ইন্ধনকারী হিসেবে উল্লেখ করেনি, এর আগে দিল্লি পুলিশ উত্তর পূর্ব দিল্লির আর এক এলাকা জাফরাবাদে দাঙ্গা ছড়ানোর অভিযোগ এনেছে পিঞ্জরা তোড়-এর সদস্য ও জিএনইউ ছাত্রী দেবাঙ্গনা কলিতা ও নাতাশা নারওয়াল এবং জামিয়া মিল্লিয়ার ছাত্রী গুলফিসা ফাতিমার বিরুদ্ধেও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct