আপনজন ডেস্ক: আইপিএলে হঠাৎ চমক দিয়ে বসলেন শাহরুখ খানের দল। আইপিএল শুরু আগে আমেরিকার ডানহাতি পেসার মহম্মদ এহসান আলি খানকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
প্রসঙ্গত, আপিএল শুরু আগে কেকেআর দলের ইংল্যান্ডের বাঁহাতি পেসার হ্যারি গার্নে ছিটকে পড়েছেন, কাঁধের চোটে ভুগছেন তিনি। ফলে কেকেআর শিবিরে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি তিনি। ৩৩ বছর বয়সী হ্যারি গার্নে বিকল্প হিসেবে আলি খানকে দলে নিল কেকেআর।
যদিও হ্যারি গার্নে বিকল্প হিসেবে মুস্তাফিজুরকে দলে নেওয়া ব্যাপারে চিন্তা ভাবনা করছিল নাইট কর্তৃপক্ষ। মুস্তাফিজুরের আইপিএল খেলায় বাঁধা হয়ে দাঁড়াল তার নিজের দেশের ক্রিকেট বোর্ড। বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ থাকায়, মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আইপিএল খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেয়নি।
তবে কে এই আলি খান...?
কেকেআর মালিক শাহরুখ খানের আপর এক ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্স দলের সদস্য আলি খান। পাক বংশোদ্ভূত মার্কিন নাগরিক তিনি, এই ২৯ বছর বয়সী ডানহাতি পেসার সিপিএল
ছাড়াও আফগানিস্তান প্রিমিয়র লিগ, বাংলাদেশ প্রিমিয়র লিগ, পাকিস্তান সুপার লিগ, গ্লোবাল টি-২০ কানাডা ও আবু ধাবি টি-১০ লিগে অংশগ্রহণ করেছেন। সব ধরনের টি-২০ প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে আলি খান ৩৮টি উইকেট পেয়েছেন। গত বছর এপ্রিলে আমেরিকার হয়ে প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন তিনি। সমাপ্ত সিপিএল ২০২০ চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স হয়ে তিনি এবার ৮টি ম্যাচ খেলে ৮টি উইকেট নিয়েছেন। সিপিএল ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ২৫ রান খরচ করে ২টি উইকেট তুলে আলি। প্রথম মার্কিন ক্রিকেটার হিসেবে KKR -এর হয়ে আইপিএল খেলবেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct