আপনজন ডেস্ক: এখন বর্ণবাদী শ্যাম্পুর বিজ্ঞাপন নিয়ে রোষের মুখে পড়েছে ইউনিলিভার। গোটা দক্ষিণ আফ্রিকায় উত্তাল এই বিজ্ঞাপনে। কোম্পানির ভাবমূর্তি রক্ষা করতে মাঠে নেমে পড়ল ইউনিলিভার। সেই বর্ণবাদী শ্যাম্পু ‘ ট্রেসেমে’ কে আফ্রিকার বাজার থেকে সরিয়ে নেওয়া সিদ্ধান্ত নিল উৎপাদক সংস্থাটি। ১০ দিনের জন্য ট্রেসেমে সমস্ত শ্যাম্পু তারা বাজার থেকে সরিয়ে নেবে বলে জানিয়েছে।
সম্প্রতি ‘ট্রেসেমে’ শ্যাম্পুর বিজ্ঞাপন নিয়ে জুহেনাসবার্গের একটি স্থানীয় ফার্মাসি ‘ ক্লিকসে্র’ সামনের বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ জানানো হয়েছে ‘ ইউনিলিভার’ কোম্পানি তাদের উৎপাদিত একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে বর্ণবাদকে উস্কে দিয়েছে। সেখানে দেখা হয়েছে, কৃষ্ণাঙ্গ নারীদের চুল শুষ্ক ও রুখ থাকে, অন্যদিকে শ্বেতাঙ্গ মহিলাদের চুল সুন্দর, সোজা, ও চিকন হয়।
দক্ষিন আফ্রিকার ডানপন্থী অধিকার সংগঠন ইকোনমিক ফ্রিডম ফ্রাইটার (ইএফএফ) এই বিজ্ঞাপনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। তারা দক্ষিণ আফ্রিকার ফার্মাসি চেইন ক্লিকসের সমস্ত দোকানের সমানে এই শ্যাম্পু তুলে নেওয়ার দাবি জানাতে থাকে। পাশাপাশি উৎপাদক সংস্থাকে ক্ষমা চাওয়ার জন্য চাপ দেয়। বিক্ষোভের জেরে একাধিক দিন ধরে এই ফার্মাসির সমস্ত দোকান বন্ধ ছিল। আফ্রিকার প্রায় ৫০০টি আউটলেট রয়েছে ক্লিকসের। বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতায় আসতে ১০ হাজার সেনেটারি প্যাড এবং স্যানিটাইজার দেওয়ার এই প্রতিশ্রুতিও দেয়। কিন্তু তাতেও চিরে ভেজেনি।ইউনিলিভার সমস্ত দক্ষিণ আফ্রিকান, বিশেষত কৃষ্ণাঙ্গ মহিলাদের বর্ণবাদী টিআরএসেমি এসএ চিত্রের জন্য তার অনুশোচনা প্রকাশ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct