আপনজন ডেস্ক: ২০১৮ সালে একেবারে গা জোয়ারি করেই পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসছিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ ছিল, যে ইউরেনিয়াম মজুত করার পরিমাণের চুক্তি ভঙ্গ করেই না কি গোপনে পরমাণু অস্ত্র বৃদ্ধি করে চলেছে ইরান। তাই দেশটির ওপর বিধিনিষেধ চাপিয়ে ফেলে মার্কিন ট্রাম্প সরকার। কিন্তু সে বিষয়ে একাধিক তদন্ত চালিয়েও ইরানের বিরুদ্ধে তোলা অভিযোগের কোনও অকাট্য প্রমাণ খাড়া করতে পারেনি মার্কিন প্রশাসন। তবে ২০২০ সালে ইরানের পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন। তাই পরমাণু ইস্যু নিয়ে এবার নিজেদের অবস্থান আরও স্পষ্ট জানিয়ে দিল ইরান।
সম্প্রতি ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, দ্বিতীয়বার পরমাণু চুক্তি করা নিয়ে আমেরিকার কাছে কোনও রাস্তা নেই। আমেরিকা একটা বড় ভুল করে ফেলেছে। আমেরিকা তিন বছর ধরে ইরানকে অনেক বিপদে ফেলার চেষ্টা চালিয়ে গিয়েছে। এই ভাবে মার্কিন প্রশাসন তাদের কোনও লক্ষ্যই পূরণ করতে পারবে না। তারা আপশোস করবে এবং তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে পুনর্বিবেচনা করতে হবে। তারা তা করবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শেষ পরিণতি এবং তাদের অবশ্যই পশ্চাদপসরণ করতে হবে, অন্যথায় তারা গুরুতর প্রতিবন্ধকতার মুখোমুখি হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct