আপনজন ডেস্ক: ‘চন্দ্রযান-৩’ চাঁদে ভারতের মিশন, ২০২১ সালের গোড়ার দিকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং রবিবার জানিয়েছেন। তবে, চন্দ্রযান-২ এর মতো এর অরবিটর থাকবে না তবে এতে ল্যান্ডার এবং রোভার অন্তর্ভুক্ত থাকবে বলেও তিনি জানান।
গত বছরের সেপ্টেম্বরে চন্দ্রায়ণ-২ এর হার্ড ল্যান্ডিং-এর পরে, স্পেস এজেন্সি ইসরো এই বছরের শেষের দিকে চাঁদে আরও একটি মিশনের পরিকল্পনা করেছিল। তবে করোনভাইরাস মহামারী এবং লকডাউন এর জেরে চন্দ্রায়ণ-৩ এর মতো ইসরোর বেশ কয়েকটি প্রকল্প বিলম্বিত হচ্ছে।
চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পরিকল্পনার অংশ হিসাবে চন্দ্রায়ণ -২ গত বছরের ২২ জুলাই লঞ্চ করেছিল। তবে, ল্যান্ডার বিক্রম সেপ্টেম্বর-এ হার্ড ল্যান্ডিং করে এবং তার প্রথম প্রয়াসে চাঁদের পৃষ্ঠে সফলতার সাথে অবতরন করা প্রথম দেশ হওয়ার ভারতের স্বপ্নকে বিধ্বস্ত করে। তবে মিশনের অরবিটর ঠিকঠাক কাজ করছে এবং ডেটা প্রেরণ করছে।
কেন্দ্রীয়মন্ত্রী সিং আরো জানান যে, “এদিকে ভারতের এই প্রথম মানব মহাকাশ অভিযান ‘গগনায়ন’ এর প্রস্তুতি চলছে। করোনা মহামারীর জন্য কিছুটা অসুবিধা হচ্ছে। তাহলেও ২০২২ সালের লক্ষ্য মাত্রা রাখা হয়েছে”।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct