তুরস্কে মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্রুনসনকে গুপ্তচরবৃত্তির হায়ে আটক করেছে এরদোগান সরকার। তা নিয়ে বিরোধ চরমে উঠেছে তুরস্ক ও আমেরিকার মধ্যে। আমেরিকা তুরস্কের উপর আর্থিক অবরোধ চাপিয়েছে।
এর ফলে অর্থনেতিক সম্পর্ক বিপাকে ফেলেছে বিশ্ব অর্থনীতিকেই।
ইস্পাত ও এ্যালুমিনিয়াম আমদানির ওপর দ্বিগুণ শুল্ক আরোপের মার্কিন ঘোষণার পর ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা লিরার ১৮ শতাংশ দরপতন হয়েছে। তুরস্ক একটি অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশংকা করছেন অনেকেই।
তাতে পিছু হঠছেননা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। আমেরিকাকে সাফ বলে দিয়েছেন দিয়েছেন তার দেশ নতুন বন্ধু ও মিত্র খুঁজে নেবে।
ভয়ডর না করে এরদোগান ট্রাম্পের উদ্দেশ্যে বলেছেন, আমেরিকার কাছে যদি ডলার থাকে - তাহলে আমাদের কাছে আছে তুর্কি জনগণ, আমাদের অধিকার। আর আমাদের আছেন আল্লাহ।
নিউ ইয়র্ক টাইমসে এ নিয়ে এরদোগান বলেছেন, আমেরিকাকে তুরস্কের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।
তবে ট্রাম্প শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করে ট্যুইট করার কিছু পরই এরদোগান ফোনে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct