আপনজন ডেস্ক: সীমান্তে কমছে না ভারত-চীন উত্তেজনা। সর্বশেষ সংঘর্ষের আড়াই মাসেই পরিস্থিতি অনেকটাই বদলে যায়। তাই ১৯৬২-র যুদ্ধের উদাহরণ তুলে ধরে ভারতকে ‘শিক্ষা' দেওয়ার হুমকি ছেড়ে দিয়ে নয়াদিল্লির বিরুদ্ধে ‘সমঝোতা ভেঙে প্রকৃত নিয়ন্ত্রণরেখা’ (এলওসি) লঙ্ঘনের অভিযোগ তুলছে চীন। প্যাংগং লেকের দক্ষিণে দুই বাহিনীর মধ্যে আলোচনার টেবিলে দর কষাকষিতে অনেকটাই সুবিধাজনক অবস্থানে চলে এসেছে ভারত। সেনা সূত্রের খবর, দফায় দফায় সংঘর্ষের পরে দুই পক্ষের আলোচনা শুরু হলেও এখনও উত্তেজনা রয়েছে । পিপলস লিবাবেশন আর্মি বিতর্কিত এলাকায় আর্মর্ড রেজিমেন্ট মোতায়েন করায় একই পদক্ষেপ করেছে ভারতীয় সেনাও। বেশ কিছু এলাকায় দুই দেশের ট্যাঙ্ক বাহিনী পরস্পরের নিশানায় রয়েছে। প্যাংগং পরিস্থিতি পর্যালোচানার জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এম এম নরভণে বৈঠকে উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct