আজ সোমবার সকালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নিজেই ট্যুইটারে জানিয়েছিলেন তিনি অন্য কারণেহাসপাতালে এলেও পরীক্ষা করে জানা যায় করোনা আক্রান্ত। আর তার জন্য সবাইকে সাবধান করে বার্তা দিয়েছিলেন যারা সপ্তাহ খানেক ধরে তাঁর সংস্পর্শে এসেছেন তসর যেন নিজ নিজ আইসলেশনে যান। আর অবশ্যই কোভিড-১৯ টেস্ট কারণ। কিন্তু সেই প্রণব মুখার্জির জন্য খারাপ খবর সামনে এল। প্রাক্তন রাষ্ট্রপতির ব্রেন টিউমারের যে রক্ত জমাট ছিল তার অপারেশন সফল হলেও তিনি এখন সংকট জনক। তাঁকে ভেন্টিলেটর রাখা হয়েছে। তিনি সকালে খোলস করে না বললেও রাতে পরিষ্কার হয়ে যায় তিনি দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল আর অ্যান্ড আর হসপিটালে যেন ভর্তি হয়েছিলেন। তার ব্রেন টিউমার অপারেশনের খবর শুনে হাসপাতালে যান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। খোঁজ খবর নেন প্রণব মুখার্জির শরীরের অবস্থা কেমন। তবে সংবাদ সংস্থা পিটিআই সূত্র জানিয়েছে, প্রণব বাবুর অবস্থা সংকটজনক হওয়ায় তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct