করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে আশা দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের বায়োটেক ফার্ম মডার্নার গবেষণা আশাজনক ফল দেখাচ্ছে। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে এই তথ্য। জানা যাচ্ছে, বানরের শরীরে এই ভাইরাস থাবা বসাতে পারেনি ভ্যাকসিন দেওয়ার পর। বিশেষত এদের থেকে অন্যদের শরীরে ছড়ানোর প্রবণতা অনেক কমে গিয়েছে।ভ্যাকসিন দেওয়ার চার সপ্তাহ পর বানরের শরীরে করোনা ভাইরাস প্রবেশ করানোর চেষ্টা করা হয়। নাক দিয়ে এবং সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটানোর চেষ্টা করা হয়। কিন্তু দুদিন পর দেখা যায় তাদের কারও ফুসফুসে ভাইরাস নেই। তাদের এই পরিক্ষা আগামী দিনে করোনা ভাইরাসের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।