দেশজুড়ে দীর্ঘতম লকডাউন পালিত হলেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে দেশজুড়ে উদ্বেগেময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আশঙ্কাজনক ভাবে এরাজ্যেও বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে সোমবার ফের রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেরালা, বাংলা এবং তেলেঙ্গানা সরকার দাবি করেছে এই রাজ্যে গুলোতে ইতিমধ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে।এবং সমীক্ষায় উঠে এসেছে দিল্লিতে প্রতেক চার জনের মধ্যে একজন করোনায় আক্রান্ত। বিনা চিকিৎসায় রোগী মৃত্যু হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। প্রভৃতি বিষয় নিয়ে নিয়েই সোমবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রীদের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে মুখ্যমন্ত্রীদের বৈঠকে প্রধানমন্ত্রী জানান, ভারতে করোনা সুস্থতার হার ৫০ শতাংশের চেয়েও বেশি হয়ে গিয়েছে। আমাদের বিপুল জনসংখ্যার নিরিখে ভারত ভালো জায়গায় রয়েছে। তিনি বলেন, ভারতকে করোনা ধ্বংস করতে পারেনি। মাস্ক ও ফেস কভার ছাড়া বাইরে বের হওয়ার কথা কল্পনা করাও উচিত নয় বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।