অ্যান্টিবডি টেস্টের সমীক্ষার ভিত্তিতে বলা হচ্ছে, রাজধানী দিল্লিতে প্রতি চারজনের একজন হয়তো কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন।এই সমীক্ষায় ২১ হাজার ৩৮৭ জনের রক্তের নমূনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৩ দশমিক ৪৪ শতাংশের কোভিড-১৯ এন্টবডি টেস্টের ফল পজিটিভ এসেছে।এই জরিপের ফল দেখে মনে হচ্ছে, রাজধানীতে আগে যা ধারণা করা হয়েছিল, করোনা ভাইরাস সংক্রমণের হার তার তুলনায় বহুগুন বেশি।দিল্লিতে এ পর্যন্ত পরীক্ষা করে ১ লাখ ২৩ হাজার ৭৪৭ জনের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। যা আসলে দিল্লির ১ কোটি ৯৮ লাখ মানুষের মাত্র ১ শতাংশ। সংক্রমণের হার যদি সত্যি ২৩ দশমিক ৪৪ শতাংশ হয়ে থাকে, তাহলে ধরে নিতে হবে সেখানে ৪৬ লাখ ৫০ হাজার মানুষ করোনার শিকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct