ঘরের মধ্যে হঠাৎ আগুন লেগে যাওয়ায় বছর দশকের মধ্যে থাকা তিন ভাই দিক হারিয়ে হারিয়ে ফেলেছিল। চারিদিকে তখন দাউদাউ জারে আগুনের লেলিহান শিক্ষা। কি করে বাঁচবে সেটাই চিন্তার হয়ে দাঁড়ায়। বাধ্য হয়ে বড় দাদা ছোট ভাইকে ৪০ ফুট উঁচু থেকে নিচেয় ফেলে দিল। আর বাকি দুই ভাই এক সঙ্গে ঝাঁপ দিল সাহস করে। তবে বিপদ ঘটেনি। কারণ, ততক্ষণে স্টগানিয় বাসিন্দারা যার হয়েছিলেন বাড়ির সামনে। আর বাড়ির উপর থেকে ফেলে দেওয়া ছোট্ট শিশুদেরকে ক্রিকেট ক্যাচের মতো লুফে নিয়ে প্রাণ বাঁচালেন। ওই সব শিশুদের বাঁচাতে দিয়ে যদিও এক যুবকের হাত ভেঙে গেছে। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে ফ্রান্সের গ্রেনোবল শহরের। ওই তিন শিশুর একজনের বয়স ৩ অন্য জনের বয়স দশের মধ্যে।
জানা গেছে, বাড়িতে তালাবন্দি অবস্থায় ছিল তারা। তাই ঘর থেকে বের হওয়ার উপায় ছিল না। বাধ্য হয়ে তাই নিচে ঝাঁপ দেওয়ার পথ বেছে নিতে হয়। তবে ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হওয়াতে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
অন্যদিকে যারা দুই ভাইকে নীচে দাঁড়িয়ে ধরেছিলেন, তাদের কয়েক জনের হাড়ে আঘাত লেগেছে। তারাও হাসপাতালে ভর্তি রয়েছেন। উদ্ধারকারীদের মধ্যে এরকম একজন হলেন ২৫ বছরের ছাত্র ওসমান ওয়ালিদ। দুই ভাইকে ধরতে গিয়ে তার হাত ভেঙে গেছে। প্রথমে তিনি দেখেন দুজন জানালার ধারে দাঁড়িয়ে কাঁদছে। কালো ধোঁয়ায় চারদিক ছেয়ে গিয়েছে। তারপরই সকলে মিলে রক্ষা করেন দুই ভাইকে। এভাবে শিশুদের বাঁচানোর জন্য গ্রেনবলর শহরের মেয়র এইসব উদ্ধারকারীদের অভিনন্দন জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct