পাকিস্তানের বিরুদ্ধে আগেই বহু অভিযোগ ছিল যে, সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মান্তর করা হচ্ছে। সেই অভিযোগ এবার জোরালো করে তুলল। এবার ওয়েবনিরের মাধ্যমে পাকিস্তানের সিন্ধ প্রদেশের সংখ্যালঘুদের জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ তুলল পাকিস্তানের সিন্ধি আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। এই কমিটির নির্বাহি পরিচালক ফাতিমা গুল সিন্ধি আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটির আয়োজনে অনুষ্ঠিত একটি ওয়েবিনারে সেখানে সংখ্যালঘুদের ধর্মান্তর করার অভিযোগ তোলেন। এছাড়াও ওই ওয়েবিনারে পাকিস্তানের সিন্ধ প্রদেশের জনগণের ওপর চালানো পাক সরকারের বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরা হয়।
ওই আলোচনায় অংশ নিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেস সদস্য জেমি রাসকিন। তিনি এই ধর্মান্তরের অভিযোগ শুনে বলেন, এটা খুব ভয়াবহ যে পাক সরকারের মদত পুষ্টরা লোকজনকে গুম করে দিচ্ছে। আমাদের এটাকে সামনে আনার জন্য যা করা দরকার তাই করতে হবে।
এ বিষয়ে কানাডার হাউজ অব কমন্সের সাবেক সদস্য ডেভিড অ্যান্ডারসন বলেন, পাকিস্তানে ব্লাসফেমি আইনের প্রয়োগ সমানভাবে হয় না। যে কারো বিরুদ্ধে এই অভিযোগ আনা হয় এবং কোনো প্রমাণ ছাড়াই মামলায় অভিযুক্ত করা হয়।
আর সিন্ধি আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটির সদস্য জ্যাক মিনিউত্তি অভিযোগ করেন, পাকিস্তান সরকার সকল সংখ্যালঘুদের ভালো মুসলিমে রূপান্তরিত করার চেষ্টা করছে। ওয়েবনির আলোচকরা পাকিস্তানের সিন্ধ প্রদেশের জনগণকে সরকারের নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য বিশ্ববাসীকে এগিয়ে আসার আহবান জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct