মুসলিম তীর্থযাত্রীদের কাছে পবিত্র কাবা শরীফ। আসন্ন ঈদ উল আজহার আগের দিন হজ উপলক্ষে এই কাবা শরীফ ঢাকা দেওয়া চাদর বা গিলাফ পাল্টানো হয়। আরবিতে কুরআনের নানা বাণী সম্বলিত চাদর বা গিলাফ পরিবর্তন করার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কাবা শরিফের গিলাফ তিন মিটার ওপরে ভাঁজ করে রেখেছে সৌদির হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ভাঁজ করা অংশটুকু সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়েছে। আগামী ৯ জিলহজ বা ৩১ জুলাই আরাফার দিন (হজের দিন) পুরোনো এই গিলাফটি পরিবর্তন করে নতুন গিলাফ লাগানো হবে। হজের সূচনা থেকেই এমনটি করা হয়ে থাকে বলে হারামাইন কর্তৃপক্ষের সূত্র উল্লেখ করে আরবি সংবাদ মাধ্যম আল আরাবিয়ায় এই তথ্য প্রকাশিত হয়েছে।
এ ব্যাপারে আল আরাবিয়া আরো জানিয়েছে, কিসওয়া তথা গিলাফের সংরক্ষণ এবং কাবার পরিচ্ছন্নতা রক্ষার্থেই এমনটি করা হয়ে থাকে। তবে, এ বছর হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে বায়তুল্লাহর চারপাশে ব্যারিকেড দেয়া হয়েছে। তাওয়াফকারীরা এই ব্যারিকেড অতিক্রম করতে পারবেন না। উল্লেখ্য, এ বছর হজ সীমিত। শুধু মাত্র আরব নাগরিকদের মধ্যে ১৫০০ জন হজে অংশ নিতে পারবেন।