'করোনা থাকবে। আর আমাদের কাজও করতে হবে। খাওয়া থেকে জলের বোতল, সব বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। আমার স্টাফদের খাবারও ভাবছি বাড়ি থেকে নিয়ে যাব। ' বক্তা যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তি।তিনি আরও বলেন, 'এক ঘণ্টা অন্তর ফ্লোর স্যানিটাইজড করা হচ্ছে। সবাই মাস্ক পরে। সব্বাই সতর্ক। এরপরেও কিছু হলে আমার কিছু বলার নেই।' আম খেতে ইচ্ছে হয়েছিল মিমির। অনলাইনে আম আসার পর তা সোজাসুজি মিমির বাড়িতে পৌঁছাতে পারল না।আম বাড়ির নিচেই স্যানিটাইজড করা হলো।স্যানিটাইজড করার পর আম অভিনেত্রীর বাড়িতে প্রবেশ করলে তাকে ভিনিগার আর লবণ জলে চুবিয়ে রাখা হলো।আমের আর কিছু রইল কি? জানেন না মিমি। মিমি বলেন, আমি ভুলেই গেলাম যে সাধ করে আমি আম খেতে চেয়েছিলাম। করোনা সত্যি আমায় পাগল করে দিচ্ছে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct