ড্রোন হামলা থেকে বরাত জোরে রক্ষা পেলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যখন লাইভ বক্তব্য দিচ্ছিলেন সেই সময় ড্রোন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রেসিডেন্ট যেখানে দাড়িয়েছিলেন, তার ওপরে বোমা ভর্তি দুইটি ড্রোনের বিস্ফোরণ ঘটায় আতঙ্কের সৃষ্টি হয়। যদিও তার ক্নেও ক্ষতি হয়নি। তবে কয়েকজন সেনা আহত হয়েছে।
এ ব্যাপারে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রী হোর্জে রডরিগুজ বলেছেন, মাদুরোকে হত্যা করতেই ওই হামলা চালানো হয়েছিল, তাতে প্রেসিডেন্ট রেহাই পেলেও সাতজন সৈনিক আহত হয়েছে।
সামরিক বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীর ওই অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। তিনি বক্তব্য দেয়ার সময় হঠাৎ যখন ওপরের দিকে তাকান, তখন অডিও বন্ধ হয়ে যায়। সম্প্রচার বন্ধ হওয়ার আগে দেখা যায়, অনেক সৈনিক ছোটাছুটি করছেন। পিছনে তখন বিস্ফোরণের মতো শব্দও শোনা যায়।
তবে কোন গোষ্ঠী এখনও ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct