ফের ইরান থেকে গ্যাস আমদানি শুরু করল তুরস্ক। ইরানের জাতীয় গ্যাস কোম্পানির মুখপাত্র মোহাম্মাদ আসকারি বলেন, 'তুরস্কে বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপ লাইন পুরোপুরি মেরামতের পর গ্যাস সরবরাহ শুরু হয়েছে।' গত ৩১ মার্চ ইরান-তুরস্ক গ্যাস পাইপলাইনে এক বিস্ফোরণের জের ধরে আঙ্কারা গ্যাস আমদানি বন্ধ রেখেছিল। ইরান থেকে গ্যাস আমদানির ২৫ বছর মেয়াদি চুক্তি থাকলেও পাইপ লাইন মেরামতে বিলম্বের কারণে এই প্রক্রিয়া বন্ধ ছিল। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি চুক্তি অনুযায়ী ইরান-তুরস্ক গ্যাস পাইপ লাইন দিয়ে আঙ্কারার কাছে বছরে এক হাজার কোটি ঘনমিটার গ্যাস রপ্তানি করে তেহরান। ইরানের জাতীয় গ্যাস কোম্পানির হাসান মোনতাজের তুরবাতি বলেছেন, 'ইরান বর্তমানে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া ও আজারবাইজানের নাখজাওয়ান এলাকায় গ্যাস রপ্তানি করছে। ইরানের জাতীয় গ্যাস কোম্পানির দৈনিক ৯০ কোটি গ্যাস উত্তোলন করে।