পাকিস্থানে বৃহস্পতিবার গভীর রাতে ১২টি স্কুল পুড়িয়ে দেওয়ার ঘটোনা ঘটেছে। কিছু অজ্ঞাত লোক এ কাজটি করেছে বলে জানিয়েচ্ছে সেখান কার পুলিশ। এরফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই মুহূর্তে স্কুল বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হামলার পর স্থানীয় বাসিন্দারা অপরাধীদের গ্রেফতারের দাবিতে সিদ্দিক আকবর চৌকিতে বিক্ষোভ প্রদর্শন করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা চায়, যা প্রায়ই জঙ্গীদের দ্বারা লক্ষ্যবস্তু হয়।
পাকিস্তানের উত্তরাঞ্চল গিলগিট-বালতিস্তানের দিয়ামার জেলায় ঘটনাটি ঘটে। দিয়ামারের পুলিশ সুপার রায় আজমল পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে জানান, গভীর রাতে ১২টি স্কুল পুড়িয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে। অপরাধীদের আটক করার জন্য পুলিশ এলাকায় একটি অনুসন্ধান অপারেশন শুরু করেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, দুটি গার্লস স্কুলে তাঁরা বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে পুলিশ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct