জনগণের ভোটে জিতে নির্বাচিত হয়েছিলেন মিসরের প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি। তাকে উৎখাত করে বসানো হয় সেনাবাহিনীর প্রধানকে। এরপর হত্যা, দুর্নীতি প্রভৃতি মামলায় জড়িয়ে তার ফাঁসির আদেশ দেওয়া হয়। তার আগে তাকে জেলে পোরা হয়। সেই জেলের মধ্যে মৃত্যু বরণ করেন মুরসি। সেই মুরসির প্রথম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার শান্তি কামনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান।
এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় টুইটে এরদোগান বলেন, আমি আজ আমার প্রিয় ভাই মুহাম্মদ মুরসিকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। মুরসির সঙ্গে নিজের ছবি শেয়ার করে এরদোগান বলেন, পরবর্তী প্রজন্মকে আমাদের জানাতে হবে যে, আমাদের পূর্বসূরিরা এমন মহান ছিলেন যারা অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি।
উল্লেখ্য, গত বছর ১৭ জুন আদালতে শুনানি চলাকালে মুরসি বিচারকের কাছে কথা বলার অনুমতি চাইলে তাকে অনুমতি দেয়া হয়। প্রায় ২০ মিনিট বক্তব্য রাখার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর।
মনে করা হয়, আদালতে মুরসির ওপর সিসি প্রশাসনের শারীরিক ও মানসিক চাপ প্রয়োগই তার মৃত্যুর একটি কারণ। মোহাম্মাদ মুরসির মৃত্যুর পর দেশটির বর্তমান প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি ও ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন এরদোগান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct