করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন জারি। কিন্তু সেই লকডাউন ভাঙার দায়ে মুসলিমদের বেশি গ্রেফতার কেন এই প্রশ্ন তুলল তেলেঙ্গানার আদালত। মুসলিমদের বিরুদ্ধে কেন সবচেয়ে লকডাউন ভাঙার অভিযোগ আনা হয়েছে, পুলিশ কর্মকর্তাদের প্রতি এর জবাব চেয়েছে তেলেঙ্গানা হাইকোর্ট।
মঙ্গলবার তেলেঙ্গানা হাইকোর্টের তেলেঙ্গানা পুলিশের কাছে জানতে চায়, কেন লকডাউন ভাঙার সবচেয়ে বেশি অভিযোগ আনা হল মুসলিমদের বিরুদ্ধে? তার মানে কী অন্য সম্প্রদায়ের লোকেরা আইনভঙ্গ করে না?
তেলেঙ্গানা হাইকোর্টে লকডাউন ভাঙার অভিযোগে মুসলিমদের গ্রেফতার করা হচ্ছে ঢালাওভাবে এই মর্মে আর্জি জানান মানবাধিকার কর্মী শীলা সারাহ ম্যাথিউস। তার আনা অভিযোগের শুনানিতে বিচারক রাঘাভেন্দ্র সিং চৌহান এবং বিচারক বিজয়সেন রেড্ডির একটি বেঞ্জ পুলিশ কর্মকর্তাদের কাছে এমন প্রশ্ন ছুড়ে দেন।
তেলেঙ্গানার আদালতে শীলা সারাহ অভিযোগে জানান, লকডাউন ভাঙার জন্য শুধু মুসলিমদেরই দায়ী করে পুলিশ তাদের ওপর অন্যায় আচরণ করছে। অনেকগুলো ঘটনায় এমনটি দেখা গেছে। এর প্রতিকার দরকার। আদালত এর বিরুদ্ধে ব্যবস্থা নিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct