লাদাখের গালওয়ান উপত্যকায় গতকাল চিন ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষের খবরে জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকে হাজির চিকেন জেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং সেনাবাহিনীর শীর্ষ কর্তারা। রাত দশটায় হয় ওই বৈঠকে চীনের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, চিনা সেনাদের অফিসারদের সঙ্গে বিশেষ বৈঠকের আয়োজন করে বিষয়টির সমাধান করতে হবে। এভাবে চিনা সেনারা ভারত সীমান্তে হামলা চালালে তার পাল্টা কি হবে তা নিয়ে সেনাকার্তাদের মতামত চান। পাঁচ বছর ধরে সীমানা বিতর্কে চীনের সঙ্গে মতবিরোধ থাকলে এভাবে তাদের হাতে ভারতীয় সেনাদের মৃত্যু কোনোভাবেই বরদাস্ত করবে না ভারত। তবে, যাতে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি না হয় তার দিকে লক্ষ্য রাখার কথা বলা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct