দিল্লিতে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ নিয়ে গতকাল রোববার মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে নিয়ে জরুরি বৈঠকে বাসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে নানা পরিকল্পনা নেওয়া হয়। সিদ্ধান্ত নেওয়া হয় কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য রেলের ৫০০ বগিকে করোনা ওয়ার্ডে রুপান্তর করা হবে। রেল তাদের কোচগুলি দিল্লি সরকারকে দেবে।সম্প্রতি রাজধানী শহরটিতে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রোববার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য তারা দিল্লি কর্তৃপক্ষকে রেলে ৫০০ কোচ দিতে যাচ্ছেন। এই কোচগুলোতে রোগীদের জন্য বিছানাসহ হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম থাকবে। এর ফলে দিল্লি কর্তৃপক্ষ করোনা আক্রান্তদের চিকিৎসায় আট হাজার শয্যা পাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক ঘোষণায় দিল্লির জন্য বেশ কয়েকটি জরুরি পদক্ষেপের কথা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে, করোনার দ্রুত ও ব্যাপক পরীক্ষাও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct