মুসলিম সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় জামায়াতে হজ এবছর করোনাভাইরাসের জন্য বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদি এমনটা হয় তাহলে ২২২ বছর পর এই প্রথমবার বাতিল হতে পারে হজ।
এপ্রসঙ্গে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের অন্তর্গত জাতীয় হজ কমিটির মুখ্য আধিকারিক মাসুদ আহমেদ খান জানিয়েছেন, তীর্থযাত্রীরা নিজেদের যাত্রা বাতিলের জন্য আবেদন না করলে তাঁদের ১০০ শতাংশ টাকা ফিরিয়ে দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন হজযাত্রার প্রস্তুতির জন্য বাকি রয়েছে কয়েকটি সপ্তাহ। কিন্তু, এখনও পর্যন্ত সৌদি আরবের দায়িত্বপ্রাপ্ত হজ কর্তৃপক্ষের তরফে কোনও যোগাযোগই করা হয়নি। এমনকি আমরা চেষ্টা করে তাদের সঙ্গে যোগ করতে পারিনি।
বেশ কয়েক দিন আগে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মুহম্মদ সালেহ বিন তাহের বান্তেন বলেছিলেন, ‘সৌদি আরব নাগরিকদের সুরক্ষার ব্যাপারে কোনও আপোস করবে না। তাই করোনা পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হজের বিষয়ে আমরা কোনও চুক্তি স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছি।'
অনুষ্ঠানিক ভাবে এবছরের হজ এখন পর্যন্ত বাতিল না হলেও, এবছরে হজ হওয়া সম্ভাবনা খুব ক্ষীণ। তাই এখনও পর্যন্ত যাঁরা হজযাত্রা বাতিল করার জন্য আবেদন জানাননি তাঁদের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় হজ কমিটির। ভারত থেকে প্রতেক বছর প্রায় দু লক্ষ মানুষ সৌদি আরবে হজ করতে যান। এর আগে ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু মহামারির সময়ও হজ বন্ধ করা হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct