বর্ণবিদ্বেষের অভিযোগ এনে ক'দিন আগে জাতীয়দল থেকে অবসর নিয়েছেন মেসুট ওজিল। তাঁর সমর্থনে এবার বার্লিনে বিক্ষোভে সামিল হলেন হাজার হাজার ভক্তরা।সেই বিক্ষোভ সমাবেশে তাঁর ভক্তরা জানিয়েছেন, প্রতিবাদ জানিয়ে জাতীয় দল থেকে সরে দাঁড়িয়ে ওজিল সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সেই বিক্ষোভ সমাবেশে অবশ্য জার্মানির পতাকার জায়গায় তুরস্কের পতাকা বেশি দেখা গিয়েছে।
রাশিয়া বিশ্বকাপের আগে তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেন ওজিল ও গুন্দোগান।পরে সেই সাক্ষাতের ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করেন ওজিল।সেখানে দেখা যায়, এরদোগানকে আর্সেনালের জার্সি উপহার দিচ্ছেন তিনি।বিষয়টি স্বাভাবিকভাবে মেনেনিতে পারেননি জার্মানরা।ডানপন্থী রাজনীতির কারণে এরদোগানের ভাবমূর্তি নিয়ে পশ্চিমাবিশ্বে রাগ রয়েছে। ঠিক সেই পরিস্থিতিতে এরদোগানের সঙ্গে ছবি তোলায় জার্মানদের মূল্যবোধ নষ্ট হয়েছে বলে ওজিলের বিরুদ্ধে অভিযোগ তোলেন জার্মানরা।
যদিও সমস্যা তৈরি হয় বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা বিদায় নেওয়ায়।দলের হারের যাবতীয় ব্যর্থতার দায় এসে পড়ে ওজিলের ঘাড়ে।ফলে উগ্র সমর্থকদের কাছ থেকে সমালোচনার পাশাপাশি মৃত্যুর হুমকি পান ওজিল। এমন অপমানের পর বাধ্য হয়ে শেষ পর্যন্ত জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেন আর্সেনালের এই ২৯বছরের মিডফিল্ডারটি। যদিও ওজিলের অবসর নেওয়ার ব্যাপারে জার্মানি ফুটবল দলের বর্তমান স্পোর্টিং ডিরেক্টর ফ্রেডি বোবিচ ওজিলের অবসর নেওয়াকে কাপুরুষতা হিসেবেই ব্যাখা করেছেন। উল্লেখ্য, ওজিল তুর্কি বংশোদ্ভূত জার্মান নাগরিক।জার্মানির গেলসেন কিরচেনে তাঁর জন্ম।২০১৪ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। বর্তমান সময়ে ওজিল জার্মানিতে অবহেলিত হলেও পিতৃভূমি তুরস্ক, আর্সেনাল সতীর্থ ও কোচ উনাই এমরির আকুণ্ঠ সমর্থন পাচ্ছেন।