দেশে লাকডাউন চালুর নির্দেশ দিয়ে থাকেন প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি। সেই লকডাউনের বিধি মানতে বাধ্য সবাই। বাদ যান না প্রধানমন্ত্রীও। কিন্তু এবার ঘটল এক বিরল ঘটনা। লকডাউনে সামাজিক দূরত্ব না মানে জরিমানা হল খোদ প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্র জানিয়েছে, সামাজিক দূরত্ববিধি না মানায় রোমানিয়ার প্রধানমন্ত্রী লুডোভিক অরবানকে ৬০০ ডলার জরিমানা করা হয়েছে। একটি সরকারি ভবনের ভেতরে ধূমপান এবং বৈঠকে সামাজিক দূরত্ব না মানায় প্রধানমন্ত্রীকে জরিমানা করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও কয়েকজন মন্ত্রী ও অন্য সদস্যরা কেউই সামাজিক দূরত্ব মানেননি বলে জানানো হয়। রোমানিয়ার গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রী ও তার সঙ্গে থাকা সবাই কাছাকাছি বসে আছেন। কারও মুখেই মাস্ক নেই। তাদের সামনে একটি টেবিলে খাবার ও পানীয় রাখা। প্রধানমন্ত্রী অরবান জানান, ছবিটি গত ২৫ মে তার জন্মদিনে তোলা। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোমানিয়ার ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে বারোশোর বেশি মানুষ মারা গেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct