হংকংয়ে দেশদ্রোহিতা ঠেকানোর জন্য ‘ন্যাশনাল সিকিউরিটি ল' আইনটি অনুমোদন দিয়েছে চীনের জাতীয় আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস। হংকংয়ে সব ধরনের আন্দোলন ঠেকানোর জন্য মূলত এই আইনটি করছে চীন। এ আইনের ফলে চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বাধীনতা ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস এ আইন প্রয়োগের প্রস্তাবে অনুমোদন দেয়। ২ হাজার ৭৭৮ জন প্রতিনিধি এর পক্ষে এবং মাত্র একজন বিপক্ষে ভোট দেন। ভোট দেওয়া থেকে বিরত থাকেন ছয় জন। অনুমোদনের পর এনপিসির স্থায়ী কমিটি আইনটির খসড়া করবেন। এটি করতে দুই মাসের মতো সময় লাগবে। তারপর হংকংয়ের আইনসভায় পাসের মাধ্যমে সরকারের ওপর এটি জারি হবে। হংকংয়ের আইনসভায় সাধারণত চীনের কোনো আইন আটকায় না। নতুন এ আইন অনুযায়ী, হংকংয়ে বিচ্ছিন্নতাবাদ, কেন্দ্রীয় সরকারের বিরোধিতা, রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাস, বিদেশি হস্তক্ষেপ নিষিদ্ধ করা হবে এবং চীনের আইন-শৃঙ্খলা বাহিনী অঞ্চলটিতে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct