কেন্দ্রীয় সরকার করোনা পরিস্থিতি মোকাবিলায় ২০লক্ষ কোটি আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। যদিও সেই প্যাকেজ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই প্যাকেজকে অশ্ব ডিম্ব বলেছেন। আসলে এই প্যাকেজে বেশিরভাগই ঋণের বিষয় অগ্রাধিকার পেয়েছে। যদিও এই প্যাকেজের বাস্তবায়ন কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম এই প্যাকেজকে অর্থহীন বলেছেন। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী বললেন, কেন্দ্রের ভেবে দেখা উচিত প্যাকেজ পুনর্বিবেচনা নিয়ে। কারণ, লাকডাউনে মানুষের হাতে অর্থ নেই। তাই নগদ মানুষের হাতে না দিলে মানুষের সমস্যার সুরাহা হবে কি করে। রাহুল বলেছেন, আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি গরিব মানুষদের হাতে পয়সা নেই। তাই এমএনরেগা প্রকল্পে দশ দিনের কাজের টাকা গরিবদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct