প্রতিবেশী দেশ বাংলাদেশকে চাল দিচ্ছে ভারত পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে। সীমান্ত বেশকিছু ট্রাক অপেক্ষা করে আছে। রাজ্য সরকারের অনুমতি মিললেই চালবোঝাই এসব ট্রাক প্রবেশ করবে বাংলাদেশে। এ বিষয়ে রাজ্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। নিজেদের সীমান্ত ব্যবহার বাংলাদেশে চাল আসতে দিতে চায় না পশ্চিমবঙ্গ সরকার, অভিযোগ কেন্দ্রীয় সরকারের। তাদের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কঠিন অবস্থান গ্রহণ করেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। রাজ্যের প্রধান সচিবকে স্থলবন্দর দিয়ে চাল পরিবহন সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতিপত্র দিতে নির্দেশ দিয়েছে। এমন নির্দেশ সত্ত্বেও সীমান্ত দিয়ে চাল বাংলাদেশে প্রবেশ করতে পারছে না। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, চালবোঝাই ট্রাক পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে আটকে থাকায় মালবাহি কোম্পানিগুলোর প্রতিদিন লোকসান গুণতে হচ্ছে। ২০ মের পর ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। পাঞ্জাব থেকে বাংলাদেশ বাসমতি চাল, হরিয়ানা থেকে গোবিন্দভোগ এবং পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য চাল আমদানি করে বাংলাদেশ। সীমান্ত দিয়ে চাল ঢুকতে না পারলেও চট্টগ্রাম বন্দর দিয়ে এরইমধ্যে ভারতীয় চাল বাংলাদেশে প্রবেশ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct