করোনা ভাইরাসের প্রকোপে মৃত্যু মিছিল কিছুতেই থামছে না আমেরিকায়। আমেরিকায় গত ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। পৃথিবী জুড়ে এ পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যুর পরিসংখ্যানে এটিই সর্বোচ্চ রেকর্ড।
এ ব্যাপারে মার্কিন সংবাদ সংস্থা বলছে, করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৫৮১ জন মারা গেছেন আমেরিকায়। এর আগে ১৩ মার্চ একদিনে এক হাজার ৬৬৬ জন আক্রান্ত ও ৪১ জনের মৃত্যুর খবর মিলেছিল।
এর ফলে মার্কিন অর্থনীতিতে প্রবল আঘাত আসতে পারে। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের কারণে অচল হয়ে পড়া দেশের অর্থনীতিকে ফের চালু করতে তিন স্তর বিশিষ্ট একটি প্রস্তাবনা হাজির করেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে সুপারিশ আকারে দেয়া এ প্রস্তাবনার বিস্তারিত তুলে ধরা হয়। ট্রাম্পের পরিকল্পনায় কম আক্রান্ত অঙ্গরাজ্যগুলোতে চলতি মাসেই লকডাউন তুলে নেয়ার ইঙ্গিত দেয়া হয়েছে। অন্যান্য অঙ্গরাজ্যের বিধিনিষেধও ধীরে ধীরে তুলে নেয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct