বিশ্বের বিভিন্ন দেশের মতো দক্ষিণ আফ্রিকাতেও করোনা ভাইরাসে বিস্তার ঠেকাতে চলছে লকডাউন। এই লকডাউনের মধ্যে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় বর-কনেসহ ৫২ জনকে আটক করেছে পুলিশ। দক্ষিণ আফ্রিকার রিচার্ডস বে শহরে পাত্র জাবুলানি জুলু এবং পাত্রী নোমথানদাজো খিজের বিয়ের অনুষ্ঠান চলছিল। লকডাউন না মেনে ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন ৫০ জন । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নবদম্পতিসহ ৫২ জনকে ওই অনুষ্ঠান থেকে আটক করে। পরে মাথাপিছু এক হাজার রেন্ড (দক্ষিণ আফ্রিকান মুদ্রা) জরিমানার বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হয়। এ বিষয়ে দক্ষিণ আফ্রিকার পুলিশের মুখপাত্র ভিশ নাইডু বলেন, 'আমি মনে করি না এই মুহূর্তে বিয়ে করার কোনও যুক্তিযুক্ত কারণ আছে। আমরা প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলব এবং তারপর তাদের উপরে মামলা করা হবে। ওদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।