করোনা ভাইরাস নিয়ে যখন পাকিস্তান রীতিমতো কাঁপছে, তখন মারণ ভাইরাস থেকে বাঁচতে চিনের দ্বারস্থ হয়েছিল ইমরান খানের সরকার। কিন্তু বিপদের দিনে পাকিস্তানের সঙ্গে চীন সরকার এমনটা করবে কে ভেবেছিল? খবর অনুযায়ী, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনের কাছে এন-৫ মাস্ক পাঠানোর অনুরোধ জানিয়েছিল পাকিস্তান সরকার। চীন সরকার সেই অনুরোধ মেনে মাস্ক পাঠিয়েছিল ইসলামাবাদের। কিন্তু মাস্ক খুলেই হতবাক হয়ে গিয়েছেন পাকিস্তানের স্বাস্থ্য কর্মকর্তারা। কারণ, এন ৫ মাস্কের নামে চীন অন্তরর্বাসের কাপড় থেকে তৈরি মাস্ক পাঠিয়েছে। আর সেই মাস্কই বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে পাক সরকার। যদিও চীনের পাঠানো অন্তর্বাসের কাপড় দিয়ে তৈরি মাস্ক পরতে অস্বীকার করেছেনহাসপাতালের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা। অন্যান্য হাসপাতালেও একই অবস্থা।
বন্ধু চীনের পাঠানো অন্তর্বাস মাস্কই বিপদে ফেলেছে ইমরান সরকারকে। পাকিস্তানের সাধারণ মানুষের কাছে হাসির পাত্র করে তুলেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct