করোনার সংক্রমণ দ্রুতগতিতে যেভাবে ছড়িয়ে যাচ্ছে তা অবশ্যই পশ্চিমাদেশ নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে তারা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। পরাক্রমশালী যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনের মতো দেশ কোভিড-১৯ এর বিরুদ্ধে যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তা আশার কথা। বড় বড় ওষুধ কোম্পানি, অনেক দাতব্য সংস্থা এমনকি চীন থেকেও আমরা পিপিই ও অন্যান্য সামগ্রী আসছে সর্বত্রে। অনেক বড় বড় প্রতিষ্ঠান মানবিক সহযোগিতার জন্য সরকারকে হাসপাতালের জায়গা দিতে সম্মত হয়েছে। এটা সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত। মনে রাখতে হবে স্পেনে করোনাভাইরাসে মারা যাওয়া ১৪ শতাংশ মানুষ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। আমাদেরও সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। পিপিই নিশ্চিত করায় চিকিৎসা পরিষেবা বেড়ে গেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সরকারের আহ্বানে সাড়া দিয়ে ‘লকডাউন' কর্মসূচিতে অংশ নিয়েছে। এটা ধরে রাখতে হবে। যারা দিন আনে দিন খায়-এমন শ্রমিক, নিঃস্ব ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের খাদ্যসামগ্রীসহ অন্যান্য উপকরণ নিশ্চিত করতে হবে। সরকার যে পরিমাণ সামগ্রী বিতরণ করছে, তার পরিমাণ যথেষ্ট কিনা, আবার সঠিকভাবে সমবণ্টন হয় কিনা এবং নিশ্চিতভাবেই দরিদ্র জনগোষ্ঠী পায় কিনা তাও সরকারকে নিশ্চিত করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলছেন, ১০ লাখ মানুষের কোভিড-১৯ পরীক্ষা করিয়েছেন। তারপরও তিনি আগামী ৩০ দিন আমেরিকায় কোভিড-১৯ এর বিরুদ্ধে ‘ঝুঁকিপূর্ণ সময়' হিসেবে চিহ্নিত করেছেন। ভারতেও কোভিড-১৯ এ আক্রান্তের হার ক্রমেই বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ধাক্কায় ঝুঁকি এড়াতে তিন সপ্তাহের ‘লকডাউন' ঘোষণা করেন। জনগণের কাছে সাময়িক অসুবিধার জন্য ক্ষমাও চেয়েছেন। আমাদের সরকারকে বিবেচনা করতে হবে, প্রথম ধাক্কায় তিন সপ্তাহ লকডাউন করা যায় কিনা। এতে কষ্ট হবে, কিন্তু দেশকেও তো বাঁচাতে হবে। জনগণের যে কষ্ট হবে তাও সরকারকে বিবেচনায় নিতে হবে। বিশ্বব্যাপী কোভিড-১৯ এর বিরুদ্ধে সবচেয়ে বড় স্লোগান ‘সামাজিক দূরত্ব' বজায় রাখা ও ‘স্টে হোম' । এটাই মূলত করোনাভাইরাস থেকে মুক্তির উপায়। যাদের বয়স ৫৫ থেকে ৬০ এর বেশি এবং যারা ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, শ্বাসকষ্ট, হার্ট ও ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন, তারা দয়া করে কিছুতেই ঘরের বাইরে বেরুবেন না। জরুরি কোনো কারণে বাইরে যেতে হলে অবশ্যই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করুন। রাবার গ্লাভস ব্যবহার করুন। লোকজনের সঙ্গে কথা বলতে হলে অন্তত ৬ ফুট দূরত্বে কথা বলুন। প্রয়োজনীয় কাজ সেরে বাড়ি ফিরে এসে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। মাস্ক পরিবর্তন করুন বা ধুতে দিন। যারা মুসলমান, তাদের নামাজের সময় অজু করতে প্রথমেই হাত ধুতে হয়। গড়গড়া করে কুলি করতে হয় এবং নাকের ভিতর জল দিয়ে পরিষ্কার করতে হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোভিড-১৯ মোকাবিলায় প্রধান অস্ত্র হিসেবে হাত ধোয়ার পরামর্শ দিচ্ছে। গড়গড়ার সঙ্গে কুলি করতে বলছে। জল দিয়ে নাক পরিষ্কার করতে বলছে। মুখ ধুতে বলেছে। যা ১৪০০ বছর আগে ইসলাম অর্থাৎ নবীজি এই শিক্ষা দিয়ে গিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct