দেশের অন্যতম শীর্ষ মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট মুসলিম আলেম বা ধর্মগুরু মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী মুসলিমদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে মসজিদে সোশ্যাল ডিস্ট্যান্স বা সামাজিক দূরত্ব বজায় রাখা দরকার। এই সতর্কবাণী শুধু চিকিৎসকদের নয়, সরকারেরও। তাই সরকারি নির্দেশ সবাইকে মেনে চলা উচিত বলে তিনি মন্তব্য করেন। দেশের যা মঙ্গল হবে সেটা না করা ইসলামের খেলাপ। তাই মসজিদে সামাজিক দূরত্ব বজায় না রাখা হারাম এই মুহূর্তে। এতা বুঝে সবাইকে পদক্ষেপ করা উচিত বলে মনে করেন মাদানী। তিনি বলেন, কোনোভাবেই মুসলিমদের উচিত হবে না করোনা নিয়ে যা নির্দেশিকা তা অমান্য করা। এই অভিযোগ যাতে মুসলিমদের বিরুদ্ধে না ওঠে তার জন্য সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার ইন্ডিয়া টুডে টিভি চ্যানেলে মাওলানা মাদানীর এই বক্তব্য ফলাও করে প্রচার করা হয়। তবে, তিনি শুধু মসজিদে নয় সর্বক্ষেত্রে সরকারি নির্দেশিকা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রেও সওয়াল করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct