খেলার ময়দানে হিরো হলেও কর ফাঁকি মামলায় অপরাধী। স্পেনে কর ফাঁকি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় দুই বছরের জেল হয়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সঙ্গে প্রায় ১৯ মিলিয়ন ইউরো জরিমানা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ দেড়শো কোটিরও বেশি টাকা!
৩৩ বছর বয়সী রোনাল্ডোর বিরুদ্ধে মোট চারটি কর জালিয়াতির মামলা হয়েছে। ২০১১ সাল থেকে ২০১৪ সালের মধ্যে তিনি প্রায় ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন। যার জন্য এত বড় শাস্তি।
কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন রোনাল্ডো। তার এ দলবদলের পেছনে স্পেনের কর জটিলতাকেও দায়ী করেছেন অনেকেই।
শুক্রবার লা লিগা সভাপতি জেভিয়ার তেবাসের বলেছেন, 'আমার মনে হয় ইতালিতে গেলে রোনাল্ডো আর্থিকভাবে অনেক বেশি লাভবান হবে। এখানে করব্যবস্থা নিয়ে একটা বড় সমস্যা রয়েছে। বড় লিগগুলোর মধ্যে স্পেনের কর নিয়ে সবথেকে বেশি সমস্যা রয়েছে।'
জানা গেছে স্প্যানিশ আদালতের তরফে রোনাল্ডোকে যে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, তা পর্তুগিজ তারকা মেনে নিয়েছেন।
স্পেনের নিয়মানুযায়ী, প্রথমবারের অপরাধে দুই বছর বা তার কম জেল হলে তা পালন করতে হয় না। জরিমানা দিলেই হয়। সেই হিসেবে রোনাল্ডো ১২.১ মিলিয়ন পাউন্ড বাংলাদেশি টাকায় প্রায় ১৩৫ কোটি টাকা। এছাড়া প্রশাসনিক খরচ হিসাবে অতিরিক্ত ৪.৭ মিলিয়ন পাউন্ডও আগামী দিনে দিয়ে দেবেন রোনাল্ডো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct