পাকিস্তানের সাম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় পরিষদের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এসে ভারত সম্পর্কে পাঁচটি মন্তব্য করেছেন। এরমধ্যে রয়েছে কাশ্মির ইস্যু, ভারতের সাথে দ্বিপাক্ষীয় সম্পর্ক, বাণিজ্যিক বিষয়াদি, ভারতীয় গণমাধ্যম, এবং ভারত সম্পর্কে তার জানাশোনা।
কাশ্মির ইস্যু
ভারত ও পাকিস্তানের মধ্যে যে বিষয়গুলো নিয়ে বিরোধ রয়েছে, তারমধ্যে সবচেয়ে স্পর্ষকাতর হলো কাশ্মির ইস্যু। গত ৩০ বছরে এই উপত্যকার শতশত মানুষ মানবাধিকার ফিরে পাওয়ার আন্দোলন করার সময় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য উভয় দেশের একসাথে বসে আলোচনা করা উচিত।
ইমরান খান বলেন, ‘কাশ্মির নিয়ে আমাদের মধ্যে বড় ধরণের বিরোধ রয়েছে। পাকিস্তান ও ভারতের নেতৃবৃন্দের উচিত এই বিষয়ে ‘দোষারোপ নীতি’ পরিহার করে এক টেবিলে বসে আলোচনা করা।’
ভারতের সাথে দ্বিপাক্ষীয় সম্পর্ক
ভারতের নেতৃবৃন্দ যদি আগ্রহী হয় তবে দুই দেশের সম্পর্ক জোড়দার কারার জন্য আমি বলিষ্ট পদক্ষেপ গ্রহণ করবো। এখন সব সংঘর্ষের জন্য পাকিস্তানকে এককভাবে দায়ি করা হয়। যদি উভয় জাতির মধ্যে সম্পর্ক মজবুত হয় তবে পুরো উপমহাদেশই সাফল্য ভোগ করবে।
ইমরান বলেন, ‘যদি ভারত এই বিষয়ে এক পা এগোয়, আমরা দুই পা বাড়িয়ে যাবো। চলমান অবস্থায় ভারত এককবাবে আমাদেরকে দোষারুপ করে যাচ্ছে।’
বাণিজ্যিক বিষয়াদি :
ভারত ও পাকিস্তানের মধ্যে যদি বাণিজ্যিক সম্পর্ক ভালো হয়, তবে এর সুফল কেবল দুই দেশ ভাবে না, পুরো দক্ষিণ এশিয়ায় এর প্রভাব পড়বে। যদি আমরা দারিদ্রতা মুক্ত উপমহাদেশ গড়তে চাই তবে অবশ্যই আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ভালো করতে হবে।
ইমরান বলেন, ‘আমি একজন পাকিস্তানি হিসাবে মনেকরি, উপমহাদেশের উন্নতির জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোড়দার করা জরুরী। এতে উভয় দেশই লাভবান হবে।’
ভারতীয় গণমাধ্যম :
গত কয়েক মাসে ভারতীয় গণমাধ্যমে আমার প্রতিকৃতি যেভাবে দেখানো হয়েছে তাতে আমি বেদনাগ্রস্থ হয়েছি। কারণ সেখানে আমাকে বলিউড ছবির একজন ভিলেনের মতো উপস্থাপন করা হয়েছিল। আমি হচ্ছি এমন একজন পাকিস্তানি যে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখার বিশ্বাসি।
ইমরান খান বলেন, ‘গত কয়েক সপ্তাহ ভারতীয় গণমাধ্যম আমাকে ভিলেন হিসাবে উপস্থাপন করেছে। আমি ওই পাকিস্তানিদের একজন যারা ভারতে ভ্রমনে আগ্রহী এর কারনটা হলো আমার ক্রিকেট’
ভারত সম্পর্কে তার জানাশোনা :
‘ক্রিকেটের কারনেই ভারত সম্পর্কে আমার অনেক ভালো জানাশোনা আছে। আমরা পরস্পর মিলে দক্ষিণ এশিয়ার দারিদ্রতা দূর করতে কাজ করতে পারি। এটা কাশ্মিরের জন্যও অনেক বড় সমস্যা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct